মুক্তধারা গ্রিন পার্ক।
যানজট ও জনজটে বিধ্বস্ত, গাড়ির কালো ধোয়ার ক্ষতিকর প্রভাব ও শব্দ দূষণে ভরপুর ঢাকাকে ভবিষ্যতের পরিকল্পিত নগরী হিসেবে গড়ার লক্ষ্যে “রাজউক” গড়ে তুলেছে আধুনিক সু-পরিকল্পিত নানা আবাসন প্রকল্প। “রাজউকের” এর বলিষ্ঠ পদক্ষেপকে আরও বহুগুণ গতিশীল করার প্রয়াসে শত অবিশ্বাসের ভিড়ে রিয়েল এস্টেট সেক্টরে আস্থা ফেরাতে ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মার্স পার্ক লিমিটেড ( রাজউক নিবন্ধিত রিয়েল এস্টেট কোম্পানি) রাজধানী ঢাকার প্রাইম লোকেশন ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে মাত্র ৭(সাত) কিলোমিটার পশ্চিমে গড়ে তুলেছে ভিন্নধারার এক আধুনিক পরিকল্পিত প্রকল্প “মুক্তধারা সিটি”। যেখানে সকল আধুনিক নাগরিক অবকাঠামগত সুযোগ-সুবিধা ও প্রকৃতি হয়নি উপেক্ষিত। জমির মূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও মার্স পার্ক লিমিটেড মানুষের সাধ ও সাধ্যের সমন্বয়ে মাধ্যমে গড়ে তুলেছে এই “মুক্তধারা সিটি”। এরই ধারাবাহিকতায় গ্রীন আবাসন তৈরিতে আরেক ধাপ এগিয়ে আমরা গড়ে তুলেছি “মুক্তধারা গ্রিন পার্ক”।
রাজধানি ঢাকার সব চেয়ে প্রাইম লোকেশন ধানমণ্ডি ও মোহাম্মদপুর থেকে মুক্তধারা গ্রীন পার্কের দূরত্ব মাত্র ১৫ মিনিট। শহীদ বুদ্ধিজীবী ব্রিজ (বছিলা ব্রিজ) হতে মাত্র ১০ মিনিটের পথ।